শিমুল তালুকদার সদরপুর থেকে ::
উপজেলা নির্বাচনের শেষ মুহুর্তের প্রচারনায় সরগরম ফরিদপুরের সদরপুর উপজেলা। এ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১১ প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। প্রার্থীদের প্রচার-প্রচারনায় গোটা উপজেলাজুড়ে বইছে উৎসবমুখর পরিবেশ। বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যেই প্রতিদন্ধিতা হচ্ছে।
প্রার্থীরা ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রæতি দিয়ে ভোট চাইছেন। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে প্রার্থীরা ভোট চেয়ে এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন বলে জানাচ্ছেন। সদরপুর উপজেলার ৯টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা হচ্ছে ১ লাখ ৪৪ হাজার ৮শ ৬৫ জন। পুরুষ ভোটারের সংখ্যা ৮৩ হাজার ৭ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৭১ হাজার ৮শ ৫৮ জন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী এএইচ এম শায়েদীদ গামাল লিপু নৌকা প্রতিক নিয়ে প্রতিদন্ধিতা করছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ সমর্থন দিয়েছেন নৌকার প্রার্থীকে।
অন্যদিকে, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমানকে সমর্থন দিয়েছেন স্বতন্ত্র এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরী।
অন্যকোন প্রার্থী না থাকায় এবার এ দুজনের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে। বর্তমান এমপির জনপ্রিয়তা কাজে লাগিয়ে স্বতন্ত্র প্রার্থী কাজী শফিকুর রহমান জয়ী হতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে পরিচিত এ উপজেলায় নৌকার জয় দেখতে চাইছেন শায়েদীদ গামাল লিপু। সাধারণ ভোটাররা বলছেন, যিনি এলাকার উন্নয়নে কাজ করবেন তাকেই তারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
ভাইস চেয়ারম্যান পদে আলহাজ্ব মিজানুর রহমান শিকদার (তালা), রিপর হাওলাদার (চশমা), মোঃ রফিকুল ইসলাম (পান্নু মৃধা) (উড়োজাহাজ), মোঃ কুরমান আলী (কুটি) (টিউবয়েল), আব্দুল রশিদ মাষ্টার (টিয়া পাখি)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা (প্রজাপতি), তামান্না পারভিন রেভা (কলস), জাহানারা আক্তার (ফুটবল), সাবিকুর নাহার লতা (হাঁস) প্রতীক নিয়ে মাঠে লড়ছেন ।