ভাঙ্গা সংবাদদাতা ::
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা সদর থেকে প্রকাশিত সাপ্তাহিক ভাঙ্গার খবর পত্রিকার সম্পাদক মামুনুর রশিদের পাইলট হাই স্কুলের বাসায় চুরি সংঘটিত হয়েছে। চোরের দল ঘর থেকে নগদ ৩২ হাজার টাকা ও একটি আধুনিক ক্যামেরা নিয়ে পালিয়ে গেছে।
সোমবার বিকেলে এই চুরির ঘটনা ঘটেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ভাঙ্গার খবর পত্রিকার সম্পাদক।
তিনি জানান, পেশাগত কাজে বাসা থেকে বিকেলে তিনি বাইরে অবস্থান করছিল। এসময় তার বৃদ্ধা মা বাসায় একা ছিলেন। রাতের বেলায় বাসায় ফেরার পর ঘরের মালামাল মেঝেতে এলো পাথারি ভাবে পড়ে থাকতে দেখে ঘটনাটি তার কাছে সন্দেহ হয়। এসময় ঘরের মালামাল ঠিক রয়েছে কিনা তল্লাশীর পর চুরির বিষয়টি জানতে পারেন। পরে চুরির ঘটনাটি তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে থানা পুলিশ প্রশাসনে জানানো হয়।