• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০১:৩৯ পূর্বাহ্ন

ডাকসুতে ভিপি বাদে প্রায় সব পদে ছাত্রলীগ সমর্থিত প্যানেল বিজয়ী

Reporter Name / ৩৫১৬ Time View
Update : মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯

ডেস্ক প্রতিবেদক ::

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৫ সদস্যের নির্বাহী কমিটির ২৫ পদের মধ্যে কমিটির ভাইস প্রেসিডেন্ট (ভিপি) বাদে প্রায় সব পদে বাংলাদেশ ছাত্রলীগ সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী প্যানেল বিজয়ী হয়েছে।

রোববার অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র লীগ প্রায় সবগুলো হল সংসদে পূর্ণ প্যানেলে এবং ডাকসুতে ২৩টি পদে বিজয়ী হয়েছে।

ডাকসুর ইতিহাসে এই প্রথম বারের মতো ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ভোটে বেশীর ভাগ পদে বিজয়ী হয়েছে।

নির্বাচনে ছাত্রলীগ সভাপতি মো. রেজোয়ানুল হক চৌধুরী শোভন ভিপি পদে কোটা সংস্কার আন্দোলনের নেতার কাছে পরাজিত হয়েছেন।

শোভন ৯,১২৯ ভোট পেয়ে শোভন কোটা সংস্কার আন্দোলনের নেতা হিসেবে পরিচিত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ভিপি প্রার্থী নূরুল হক নুরুর কাছে পরাজিত হয়েছেন। ইংরেজী বিভাগের ছাত্র নুরু পেয়েছেন ১১,০৬২ ভোট।

তবে জিএস পদে ছাত্রলীগ সমর্থিত প্যানেল থেকে ১০,৪৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন গোলাম রব্বানী । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থী রাশেদ খান পেয়েছেন ৬০৬৩ ভোট।
গত ভোররাত সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং ডাকসু সভাপতি প্রফেসর মো. আখতারুজ্জামান এই ফলাফল ঘোষণা করেন। বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ