ভাঙ্গা সংবাদদাতা ::
উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার তিন চেয়ারম্যান প্রার্থীর কর্মীকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার তিন চেয়ারম্যান প্রার্থীর তিন কর্মিকে অর্থদন্ড অনাদায়ে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত এর ম্যাজিস্ট্রেট আফছানা কাওছার সহকারী কমিশনার (ভূমি)।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানান, ২০১৬ এর ৮(৭) বিধি অনুযায়ি মুদ্রনকারি প্রতিষ্ঠানের নাম, সংখ্যা ,মুদ্রনের তারিখ বিহীন পোস্টার লাগানোর অপরাধে উড়োজাহাজ, আনারস ও নৌকা মার্কার তিন চেয়ারম্যান প্রার্থীর তিনজন কর্মীর প্রত্যেকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
এদিকে ভ্রাম্যমাণ আদালত ভাঙ্গা ব্রাক অফিস এলাকায় ডে-নাইট নামে অপর একটি রেস্টুরেন্ট-এ অভিযান চালিয়ে রেস্টুরেন্ট পরিচালনায় বৈধ কাগজ পত্র দেখাতে না পারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের পরিপন্থী হওয়ায় উক্ত রেস্টুরেন্ট মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।