• মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:০২ পূর্বাহ্ন

নিউজিল্যান্ড ট্রাজেডি : নিহত ৩২ জনের ছবি প্রকাশ

Reporter Name / ৯৩১ Time View
Update : সোমবার, ১৮ মার্চ, ২০১৯

ডেস্ক প্রতিবেদক ::

শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলা চালানো হয়। এতে এখন পর্যন্ত ৫০ জনের নিহতের খবর মিলেছে। ওই ঘটনায় নিহতদের মধ্যে ৩২ জনের ছবি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। একইসাথে কিছু তথ্যও প্রকাশ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে শিশুসহ শিক্ষার্থী পাইলট, প্রকৌশলী এবং স্বাস্থ্য কর্মকর্তা রয়েছে।

এদিকে, বুধবারের মধ্যে সব মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তরের ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড সরকার। নিহত ৫০ জনের মরদেহ শনাক্তে দ্রুততার সঙ্গে কাজ চলছে। মুসলিম নিয়মানুযায়ী তাদের দাফন সম্পন্ন করতেই এমন উদ্যোগ নিয়েছে তারা।

নিউজিল্যান্ডের প্রেসিডেন্ট জাসিন্ডা আরডার্ন জানান, শনাক্ত হওয়া মরদেহগুলোকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হচ্ছে। সূত্র : ডেইল মেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ