• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:৩২ পূর্বাহ্ন

ভাঙ্গায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা

Reporter Name / ৮৮০ Time View
Update : সোমবার, ১৮ মার্চ, ২০১৯

ভাঙ্গা সংবাদদাতা ::

ফরিদপুরের ভাঙ্গায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট চলাকালীন সময়ে কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোট গ্রহনের শুরুতে ভোটারদের উপস্থিতি কম হলেও দুপুরের পর বিভিন্ন ভোট কেন্দ্রে ব্যাপকহারে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। ভোট গ্রহণ সম্পন্ন শেষে এখন বিভিন্ন কেন্দ্রে চলছে ভোট গণনার কাজ।

মেঘ থম থম আকশের বৈরি আবহাওয়া হলেও উচ্ছাসের কমতি ছিল না সাধারণ ভোটারদের মাঝে। বিশেষ করে নতুন ভোটার হয়েছে এমন ভোটাররা নিজেদের পছন্দের প্রাথীকে ভোট দিতে এসে বেশ আনন্দিত।

কথা হয় নাইম নামে এমন একজন ভোটারের সাথে। তিনি জানান, একটি সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে নিজের কাছে ( ভোটারের) ভাল লাগছে।

ভোট দিতে এসেছেন অপর একটি কেন্দ্র পৌরসভার নওপারা ভোট কেন্দ্রে শারীরিক প্রতিবন্ধী জিন্নাত আলী। তিনি জানান সকালে আবহাওয়া কিছুটা খারাপ থাকায় ভোট দিতে তিনি আসেন নি। দুপুরের খানা খেয়ে ভোট দিতে এসেছি। নিজের পছন্দের ভোটারকে ভোট দিতে পেরেছেন বলে তিনি বেশ খুশী।

ভাঙ্গা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র থেকে জানা গেছে , উপজেলার একটি পৌরসভাসহ বারটি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ৪৯২ ভোটার। পুরুষ ভোটার ৯৯ হাজার ৯২৭, মহিলা ভোটার ৫৮ হাজার ৫৬৫জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন। মহিলা ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রাথী প্রতিদন্ধিতা করছেন।

নির্বাচনের আইনশৃঙ্খলার সার্বিক রক্ষায় ৬ জন ম্যাজিস্ট্রেট, বিজিবি ও র‍্যাব স্ট্রাইকিং হিসাবে কাজ করার পাশাপাশি প্রতিটি ভোট কেন্দ্রে ৫ জন পুলিশের সাথে ১৭ জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ