ফরিদপুর সংবাদদাতা ::
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বীতিয় ধাপে সোমবার ফরিদপুরের ৮টি উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
৮টি উপজেলার মধ্যে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপির নির্বাচনী এলাকায় তার মনোনীত তিনজন (ভাঙ্গা-সদরপুর ও চরভদ্রাসন) প্রার্থীকে ব্যাপক সমর্থন দিয়েছেন সাধারণ ভোটারগণ। তিনটি উপজেলাতে এমপির সমর্থিত প্রার্থীরা আওয়ামীলীগ মনোনীত কাজী জাফর উল্লার সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করে জয় লাভ করেছেন।
এর মধ্যে ভাঙ্গা উপজেলায় মুজিবুর রহমান চৌধুরী নিক্সন সমর্থিত প্রার্থী এমএম হাবিবুর রহমান আনারস প্রতীক নিয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী মো. জাকির হোসেনও বর্তমান চেয়ারম্যান ও এমপি নিক্সন চৌধুরীর এক সময়ের কাছের লোক বলে পরিচিত শাহাদাত হোসেন ঘোড়া প্রতীক।
সদরপুর উপজেলায় বর্তমান চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থন নিয়ে আনারস প্রতীকে প্রতিদ্বন্ধিতা করে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন আওয়ামীলীগ মনোনিত ও কাজী জাফরউল্ল্যাহ সমর্থিত শাহেদীদ গামাল লিপু নৌকা প্রতীক।
এমপি নিক্সন চৌধুরীর নির্বাচনী এলাকার আরেকটি উপজেলা চরভদ্রাসন। এই উপজেলাতে বেসরকারী ভাবে নিক্সন চৌধুরীর সমর্থক মোশাররফ হোসেন ভিপি মোসা টেলিফোন প্রতীক নিয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন এমপি নিক্সন চৌধুরীর আরেক সমর্থক আনোয়ার আলী মোল্যা আনারস প্রতিক ও নৌকা প্রতীকের প্রার্থী মো. কাউসার হোসেন তৃতীয় হয়েছেন।