• মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০২:৫৪ অপরাহ্ন

ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সফল

Reporter Name / ৯৫১ Time View
Update : বুধবার, ২০ মার্চ, ২০১৯

ডেস্ক প্রতিবেদক ::

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সফল হয়েছে। তিনি এখনও অপারেশন থিয়েটারেই আছেন বলে জানিয়েছেন কাদেরের তথ্য কর্মকর্তা যোগাযোগ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের। আজ বুধবার দুপুরে গণমাধ্যমকে তিনি এসব তথ্য জানান।

আবু নাছের আরো জানান, তিনি(ওবায়দুল কাদের) ডাক্তারের অবজারভেশনে রয়েছেন। তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, গত ৩ মার্চ ভোরে নিজের বাসায় অসুস্থ হয়ে পড়লে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করানো হয়। সেখানে এনজিও গ্রামে তাঁর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এরমধ্যে একটিতে রিং পরানো হয়। এরপর তাকে বিএসএমএমইউ’র আইসিইউতে রাখা হয়। তবে ৪ মার্চ ভারতের প্রখ্যাত চিকিৎসক ড. দেবী প্রসাদ শেঠীর পরামর্শে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ