ভাঙ্গা সংবাদদাতা ::
ফরিদপুরে জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের কালামৃধা বাজারে একটি অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান করেছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন আফছানা কাওসার সহকারী কমিশনার (ভূমি) ভাঙ্গা ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সুত্র থেকে জানা গেছে, এলাকার বাবুল মাতব্বর নামক এক ব্যক্তি বাজারে জন সাধারণের জন্য ব্যবহৃত রাস্তায় একটি টিনের ঘর নির্মাণ করে। সরকারি জমির উপর অবৈধ ভাবে নির্মিত ঘরটি ভ্রাম্যমাণ আদালতের পরিচালনার মাধ্যমে উচ্ছেদ এবং এক হাজার টাকা জরিমানা করা হয়।