• মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:৩০ পূর্বাহ্ন

পদ্মা সেতুর নবম স্প্যান বসানোর কাজ চলছে

Reporter Name / ৮৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯

সংবাদদাতা ::

স্বপ্নের পদ্মা সেতুর নবম স্প্যান বসানোর কাজ শুরু হয়েছে আজ বৃহস্পতিবার সকালেই। বেলা ১২টার দিকে সেতুর জাজিরাপ্রান্তে ৩৪ ও ৩৫ নম্বর পিলারের ওপর এটি বসানো সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এটি স্থাপিত হলে এই সেতুর জাজিরা প্রান্তে একটানা ১২০০ মিটার দৃশ্যমান হবে। এ ছাড়া মাওয়া প্রান্তে ৪ ও ৫ নম্বর পিলারের ওপর একটি স্প্যান সাময়িকভাবে রাখা আছে।

সেতু বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ইতোমধ্যেই পদ্মা সেতুর প্রায় ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। চলতি বছরের মধ্যে সবক’টি স্প্যান বসবে বলে আশা করছেনি সংশ্লিষ্টরা।

গতকাল বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটে মুন্সীগঞ্জের কুমারভোগে বিশেষায়িত জেডি থেকে স্প্যানটি নিয়ে শক্তিশালী ভাসমান ক্রেন জাজিরার উদ্দেশে রওনা দেয়। বৃহস্পতিবার সকালেই স্প্যানটি পিলারের ওপর বসানোর কাজ শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ