ভাঙ্গা সংবাদদাতা ::
ফরিদপুরের ভাঙ্গায় জমা-জমি নিয়ে দ্বন্দের জের ধরে চাচাত ভাইদের হাতে এক প্রবাসী খুন হয়েছে। নিহতের নাম বাচ্চু শেখ (৪০)।
তিনি উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামের মৃত বাদশা শেখের ছেলে। বৃহস্পতিবার গভীর রাতে আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ীর জমা-জমি নিয়ে বাচ্চু শেখদের সাথে দীর্ঘদিন যাবৎ তার আপন চাচাত ভাই খোকন ,ইমরান শেখদের সাথে দ্বন্দ্ব চলে আসছিল। বাচ্চু শেখ সম্প্রতি ওমান থেকে ছুটিতে বাড়ীতে আসে। বুধবার সকালে এ নিয়ে কথা কাটকাটির এক পর্যায়ে দু,পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে বাচ্চু শেখকে প্রতিপক্ষরা শরীরের বিভিন্ন স্থানে শাবল দিয়ে আঘাত এবং হাতে টেটা বিদ্ব হয়ে গুরুত্বর জখম করে।
পরিবারের লোকজন তাকে উদ্বার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ শুক্রবার বিকেলে ময়নাতদন্ত শেষে পুলিশ প্রহরায় তার লাশ বাড়ীতে পৌছায়। নিহতের লাশ বাড়ীতে আনার পরে পরিবারের সদস্য এবং স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়।
এ ঘটনায় পৃথকভাবে নিহতের স্ত্রী তাসলিমা বেগম আদালতে এবং ভাই ইমারত শেখ ভাঙ্গা থানায় বাদী হয়ে পৃথকভাবে দুটি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ কাজী সাইদুর রহমান বলেন লাশ উদ্বারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ভাঙ্গা থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেপ্তার অভিযান চলছে।