ডেস্ক প্রতিবেদক ::
এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহা-পরিচালক (ডিজি) বেনজীর আহমেদ পুরান ঢাকা থেকে কেমিকেল সরিয়ে নিতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কারো অসতর্কতার জন্য ঢাকাকে টাইম বোমায় পরিণত হতে দিব না।
পুরান ঢাকার দাহ্য কেমিকেল গোডাউনগুলো টাইম বোমা ছিল। চুড়িহাট্টার অগ্নিকাণ্ডের ঘটনার পর সরকারের নির্দেশে সব কেমিকেল গোডাউন অপসারণ করে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। কেমিকেল সরিয়ে সেগুলো আপনারা সতর্কভাবে রাখবেন। অসতর্কতার জন্য ঢাকা যেন টাইম বোমায় পরিণত না হয় বিষয়টি ব্যবসায়ীদের খেয়াল রাখতে হবে।
র্যাবের ডিজি আজ শনিবার দুপুরে র্যাব-১০ এর উদ্যোগে রাজধানীর পুরান ঢাকার বকশী বাজারস্থ কারা কনভেনশন হলে পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে কেমিকেল, প্লাস্টিক ও অন্যান্য ঝুঁকিপুর্ণ দাহ্য পদার্থের কারখানা ও গোডাউন অপসারণের লক্ষ্যে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
র্যাব-১০ এ মতবিনিময় সভার আয়োজন করে।
কেমিকেল গোডাউন অপসারণে দেড়শ কোটি টাকার একটি প্রকল্পের কথা উল্লেখ করে র্যাব ডিজি বলেন, প্রকল্পটি সম্পন্ন করতে প্রায় ২ বছর সময়ের প্রয়োজন। কিন্তু আমাদের হাতে এত সময় নেই। আমরা চাই দু’মাসের মধ্যে এর সমাধান হোক। এজন্য ব্যবসায়ীদের প্রথাগত চিন্তার বাইরে গিয়ে সাহসীকতার সঙ্গে কাজ করতে হবে।
মেয়াদ উত্তীর্ণ কেমিকেলের বিষয়ে র্যাব ডিজি বলেন, আপনারা টাকা দিয়ে পণ্য কিনে আনেন, এর সঙ্গে সংশ্লিষ্ট সকল কিছু লিখিত দিতে হবে। উৎপাদনের মেয়াদ, কোম্পানির নাম, সব কিছুই। টাকা দিয়ে কেন আপনারা মেয়াদ উত্তীর্ণ জিনিস কিনবেন? মেয়াদ উত্তীর্ণ কেমিকেল রাখলে সেটা মেনে নেওয়া যাবে না।
ব্যবসায়ীদের বিভিন্ন দাবি ও অভিযানের কথা উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন,আমাদের কোনো ব্যবসায়ী ভাই যেন অযথা হয়রানির শিকার না হয় সে বিষয়টি আমরা দেখবো। অন্যায়ভাবে যেন কারও কোনো ক্ষতি না হয় সেটি নিশ্চিত করেই অভিযান চলমান থাকবে।
পুরান ঢাকার বকশী বাজারের কেমিকেল, প্লাস্টিক ও অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ,র্যাব-১০ এর উর্ধ্বতন কর্মকর্তাসহ এলাকাবাসী এবং বিশিষ্ট ব্যক্তিরা এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। নিউজ সুত্র বাসস