• মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৯:২৮ অপরাহ্ন

সংসদে বিরোধী দলের উপনেতা পদে রওশনকে মনোনয়ন

Reporter Name / ৮০৬ Time View
Update : শনিবার, ২৩ মার্চ, ২০১৯

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ দলের সাবেক কো-চেয়ারম্যান জিএম কাদেরকে সরিয়ে সংসদে বিরোধী দলের উপনেতা হিসেবে সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদকে বেছে নিয়েছেন।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এরশাদ বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান, প্রধান বিরোধী দলীয় নেতা এবং পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান হিসেবে আমি প্রধান বিরোধী দলের উপনেতার পদ থেকে জিএম কাদেরকে অপসারণ করছি। এখন প্রধান বিরোধী দলের উপনেতার পদে বেগম রওশন এরশাদকে মনোনীত করা হলো।

এর আগে গতকাল শুক্রবার রাতে অপর এক বিজ্ঞপ্তির মাধ্যমে দল পরিচালনায় ‘সম্পূর্ণ ব্যর্থ’ হওয়ার অভিযোগ এনে জিএম কাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন দলের চেয়ারম্যান এরশাদ। দলের গঠনতন্ত্র মেনেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া দলের এ সিদ্ধান্ত বাস্তবায়নের ব্যাপারে জাতীয় সংসদের স্পিকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এর আগে গত সংসদে বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন রওশন এরশাদ। ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ