ফরিদপুর সংবাদদাতা ::
ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায় পশ্চিম বি.এস ডাংগী গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৯ টি বসতঘড় পুড়ে ছাই হয়েছে । আজ সোমবার দপুর ১২ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ফরিদপুরের একটি ইউনিট আগুন নিভাতে আসার আগেই অগ্নিকান্ডে ৯টি বসতঘর ভস্মীভূত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি বসতবাড়ির রান্না ঘর থেকে আগুনের সুত্র হয়ে পার্শ্ববর্তী অন্যান্যে টিনের ঘরে আগুন ছড়িয়ে পড়ে একে একে ৯ টি বসতঘড় পুড়ে ছাই হয়ে যায়। এরমধ্যে পৌতে বৈরাগীর তিনটিঘর ,আসবাপত্র ও ফসলাদিসহ নগত ৮০ হাজার টাকা যশারত বৈরাগীর নগত তিন লক্ষটাকাসহ ৪ টি ঘড় ও আসবাপত্র এবং শাহজাহান শিকদারের নগদ ৪০ হাজার টাকা, কাগজপত্র ও আসবাপত্র পুড়ে যায়।
এলাকাবাসী জানায় আমাদের থানায় কোন ফায়ার সার্ভিস না থাকায় আগুন নিয়ন্ত্রনে আনা খুব কষ্ট হয়েছে। আমরা দ্রুত ফায়ার সার্ভিসের বাস্তবায়ন চাই।
স্থানীয় চেয়ারম্যান আজাদ খান জানায়, নগদ টাকা সহ তিন পরিবারের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের খাদ্য ও বস্ত্রের ব্যাবস্থা করা হচ্ছে।