সংবাদদাতা ::
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান আল হাবিবকে সংবর্ধনা প্রদান করেছে ঢাকাস্থ ভাঙ্গা উপজেলা ব্যবসায়ী কল্যাণ সমিতি। গতকাল সমিতির কার্যালয়ে ঢাকাস্থ ভাঙ্গা উপজেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে সংবর্ধনা প্রদান করেন।
এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, তুজারপুর ইউপি চেয়ারম্যান পরিমল দাস, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোঃ খোকন মিয়া, এমএ বশার, কালাম হোসেন, শাজাহান মিয়াসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এস এম হাবিবুর রহমান আল হাবিব গত ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ৪৫ হাজার ৫৭ ভোট পেয়ে বিজয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ জাকির হোসেন (নৌকা) ২৭ হাজার ২শত ৮৬ভোট এবং তৃতীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন (প্রতীক ঘোড়া) ২১ হাজার ৮ শত ৬৫ ভোট পায়।
এস এম হাবিবুর রহমান আল হাবিব ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপির মনোনীত ও সমর্থিত প্রার্থী ছিলেন।