টেকেরহাট সংবাদদাতা ::
তৃতীয় ধাপে উপজেলা পরিষদে নির্বাচনে মাদারীপুরের রাজৈর উপজেলায় এমএ মোতালেব মিয়া চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে শেখ ফজলুল হক বাবুল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা আক্তার নির্বাচিত হয়েছেন।
নির্বাচন অফিস সুত্র জানায়, ৬৪টিকেন্দ্রের মধ্যে আওয়ামীলীগ সভাপতি এম এ মোতালেব মিয়া(নৌকা মার্কা) ৪৪৫০২ ভোট পেয়ে চেয়ারম্যান, সেচ্ছা সেবকলীগ সভাপতি শেখ ফজলুল হক বাবুল (তালা মার্কা) ৩৫৬৫৪ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান এবং সেলিনা আক্তার (ফুটবল মার্কা) ৩৯২৭৪ ভোট পেয়ে মাদারীপুর মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শিক্ষক সেলিনা আক্তার মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
এ বিজয়ী তিন জনের বাড়ী একই এলাকা টেকেরহাট বন্দরে।