ভাঙ্গা সংবাদদাতা ::
ফরিদপুরের ভাঙ্গায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের পূর্বে ২১বার তোপধ্বনি পর সূর্যোদয়ের সাথে সাথে জান্দি বদ্ধভূমি ও শহীদ মুক্তিযোদ্ধা জহুরুলের মাধবপুরের কবরস্থানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মুক্তাদিরুল আহমেদ, থানা অফিসার ইনচার্জ কাজী সাইদুর রহমান।
সকালে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মুকতাদিরুল আহমেদ, থানা অফিসার ইনচার্জ কাজী সাইদুর রহমান। ভাঙ্গা উপজলা আওয়ামীলীগের সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা প্রমুখ।
এসময় পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার-সার্ভিস, ব্যাটিলিয়ান আনসার, কাব স্কাউটস/ বিএনসিসি/ রোভার স্কাউটস, গার্লস গাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা, মাহাবুব হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্বে প্রীতি ফুটবল ম্যাচ খেলা শেষে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনকারী পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার-সার্ভিস, ব্যাটিলিয়ান আনসারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের মধ্যে শারীরিক সুচিকিৎসার জন্য হেলথ কার্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মুক্তাদিরুল।
অনুষ্ঠানের ধারা ভাষ্য বর্ণনায় ছিলেন সাংবাদিক দিলিপ দাস, প্রভাসক বিকাশ চন্দ্র ও পলাশ। সার্বিক সহযোগীতায় ছিলন ভাঙ্গা উপজেলা প্রসাশনের বিভিন্ন দপ্তর প্রধানগণ।