• মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০২:৩৮ অপরাহ্ন

স্বাধীনতা দিবস: ভাঙ্গায় পুলিশের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ২৩৮৭ Time View
Update : বুধবার, ২৭ মার্চ, ২০১৯

ভাঙ্গা সংবাদদাতা ::

বাংলাদেশ পুলিশ গ্রামবাংলা থেকে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী কাবাডি প্রতিযোগিতা খেলাটি স্বাধীনতা ও জাতীয় দিবসে উদযাপনের মধ্যে দিয়ে সারাদেশে নতুন ধারায় ফিরিয়ে আনার ধারাবাহিকতায় ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ সরকারি কেএম কলেজ মাঠে আয়োজন করে ঐতিহ্যবাহী কাবাডি প্রতিযোগিতা।

কাবাডি প্রতিযোগিতায় মোট ৬টি দল অংশ গ্রহন করেন। এতে সর্বোচ্চ পয়েন্ট অর্জন তালিকায় আলগী ইউনিয়ন এবং ভাঙ্গা পৌরসভার কেএম কলেজ দল চূড়ান্ত খেলায় অংশগ্রহন করে। আল্গী ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। বিজয়ী দলকে একটি ফ্রিজ এবং রানার্সআপ দলকে একটি এলিডি টিভি পুরস্কার প্রদান করা হয়।

এদিকে গ্রামবাংলার পুরানা খেলাটি দীর্ঘদিন পরে নতুন করে দেখার জন্য বিভিন্ন বয়সের খেলাপ্রেমী দর্শকপূর্ণ ছিল সরকারি কেএম কলেজ মাঠের চারদিক ঘিরে।

উক্ত কাবাডি প্রতিযোগিতা উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রবিঊল ইসলাম, অফিসার ইনচার্জ কাজী সাইদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুকতাদিরুল আহমেদ, সরকারি কেএম কলেজের সাবেক অধ্যক্ষ মুসায়েদ হাসেন ঢালি, বর্তমান অধ্যক্ষ ইব্রাহীম মোল্লা, ভাঙ্গা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সী, প্রফেসর মিজানুর রহমান, আলগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ম,ম, ছিদ্দিক মিয়াঁ, ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর আবু সালেহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ