সদরপুর সংবাদদাতা ::
ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহাসিক শাহ চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা প্রয়াতপীর শাহ সুফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপুড়ী (রহঃ) এর ৩৫ তম বেছালত দিবস গত বুধবার ও বৃহস্পতিবার চন্দ্রপাড়াসহ সারা বাংলাদেশের বিভিন্ন খানকা শরীফে পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার বাদ জোহর পীরের মাজার জিয়ারতের মধ্যে দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। ঐ দিন সারারাত দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুরিদান, আশেকান ও জাকেরান ভাই বোনেরা নফল ইবাদত বন্দেগী জিকির আসকারে মশগুল থাকেন। কোআন তেলওয়াত ওয়াজনসিহত ও জিকিরসহ বিভিন্ন ইবাদত বন্দেগী শেষে আজ বৃহস্পতিবার বাদ ফজর আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন বর্তমান গদীনশীন পীর শাহসুফী সৈয়দ কামরুজ্জামান আলওয়াসী। এ ছাড়া তিনি গরীর ও দুস্থ জাকেরানদের মাঝে বিভিন্ন অনুদান প্রদান করেন।