ভাঙ্গা সংবাদদাতা ::
ফরিদপুরের ভাঙ্গায় আগামী ৩০ ও ৩১ মার্চ শুরু হচ্ছে স্থানীয়ভাবে দুইদিনের উদ্ভাবিত লাগসই প্রযুক্তি মেলা। এ উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে এক প্রস্তুতি সভায় মেলার ঘোষণা করেন আফছানা কাওছার সহকারী কমিশনার (ভূমি) ভাঙ্গা ।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, ভাইস চেয়ারম্যান সরোয়ার হোসেন, উপজেলা মাধ্যেমিক অফিসার সৈয়দ আহমেদ জামশেদ, শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ অফিসার মনমথ কুমার সাহা, কৃষি সম্প্রসারণ অফিসার মোল্লা আল মামুন, উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার মিত্র, ইন্সট্রাক্টর অনিতা দত্ত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খালেদুর রহমান, ভাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ, এসআই সঞ্জয় দাস, ভাঙ্গা প্রেসক্লাবের একাংশের সভাপতি মজিবুর মুনশি প্রমুখ।