সংবাদদাতা ::
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। পুলিশ বলছে, তারা ইয়াবা কারবারি।
শনিবার দিবাগত রাতে টেকনাফের মৌলভীবাজার এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় এসআই দীপক বিশ্বাস, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির ও কনস্টেবল শরিফুলসহ পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- হ্নীলা ইউনিয়নের আলী আকবরপাড়া এলাকার মিয়া হোসনের ছেলে মাহামুদুর রহমান ও হোয়াইক্ষ্যং নয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ আফছার।
এ ব্যাপারে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, রাতে মৌলভীবাজার এলাকায় ইয়াবা উদ্ধারে গেলে ইয়াবা কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় ইয়াবা ব্যবসায়ীরা পিছু হঠলে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় দু’জনকে উদ্ধার প্রথমে উপজেলা হাসপাতালে পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেরগুলো হাসপাতাল মর্গে রাখা রয়েছে।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে ছয়টি দেশীয় তৈরি বন্দুক, ১০ হাজার ইয়াবা ও ১৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
নিহত দুইজনের বিরুদ্ধে মাদক, হত্যাসহ পাঁচটি করে মামলা রয়েছে। এ ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।