• শনিবার, ১৮ মার্চ ২০২৩, ০৯:২৬ পূর্বাহ্ন

পিরোজপুরে উপজেলা চেয়ারম্যান হলেন যারা

Reporter Name / ৮১২ Time View
Update : সোমবার, ১ এপ্রিল, ২০১৯

পিরোজপুর সংবাদদাতা ::

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ভোটগ্রহণ শেষে পিরোজপুরের সাত উপজেলার মধ্যে ছয়টির বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চারটিতে আওয়ামী লীগ, একটিতে জেপি (মঞ্জু) এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া একটি উপজেলায় ভোট গ্রহণ স্থগিত রাখা হয়।

নির্বাচনী অফিসের ফলাফল অনুসারে, পিরোজপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৩০ হাজার ৬৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকা প্রার্থী মজিবুর রহমান খালেক। আনারস মার্কায় স্বতন্ত্র প্রার্থী মাকসুদুর ইসলাম ১৮ হাজার ২১ ভোট পেয়ে তাঁর কাছাকাছি রয়েছেন।

নাজিরপুর উপজেলায় চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন নৌকার অমূল্য রঞ্জন হালদার। তিনি পেয়েছেন ২১ হাজার ৯০০ ভোট। তাঁরা নিকটতম প্রার্থী দীপ্তিষ চন্দ্র হালদার পেয়েছেন ১২ হাজার ৬১১ ভোট।

নেছারাবাদ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী আলহাজ আবদুল হক। তিনি পেয়েছেন ৩৫ হাজার ১৬৯ ভোট। অন্যদিকে তাঁর নিকটতম প্রার্থী নৌকা মার্কার এস. এম. মুইদুল ইসলাম পেয়েছেন ২৮ হাজার ২৯৪ ভোট।

ইন্দুরকানীতে নৌকা মার্কায় এম. মতিউর রহমান ১০ হাজার ২০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী মো. ফায়জুল কবির তালুকদার দোয়াত কলম মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে পেয়েছেন ছয় হাজার ৫৯৩ ভোট।

এদিকে কাউখালীতে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন বাইসাইকেল মার্কায় জাতীয় পার্টির (মঞ্জু) আবু সাঈদ মিয়া। তিনি পেয়েছেন ১১ হাজার ১৯৯ ভোট। তাঁর নিকটতম প্রার্থী নৌকার কাজী রুহিয়া বেগম পেয়েছেন আট হাজার ৬৭১ ভোট।

অন্যদিকে ভাণ্ডারিয়া উপজেলায় চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নৌকা প্রার্থী মিরাজুল ইসলাম মিরাজ।

এ ছাড়া মঠবাড়িয়া উপজেলার ভোট গ্রহণ স্থগিত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ