• বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩, ১১:১২ পূর্বাহ্ন

নোয়াখালীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

Reporter Name / ৯৪৮ Time View
Update : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯

সংবাদদাতা ::

নোয়াখালীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক যুবক (৩০) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের লেঙ্গার দোকান এলাকার আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই বাড়ির রিয়াজ উদ্দিনের স্ত্রী সোনিয়া আক্তার (২১) ও রবি উল্লার ছেলে ইব্রাহিম (২৬)।

স্থানীয়রা জানায়, ভোরে একদল ডাকাত আবুল কালামের বাড়িতে ঢুকলে ঘরে থাকা লোকজন টের পেয়ে তাদের বাধা দেন। বাধা পেয়ে ডাকাতরা সোনিয়া ও ইব্রাহিমকে কুপিয়ে জখম করে। এ সময় ঘরের লোকজনের চিৎকারে স্থানীয়রা এসে ডাকাতদের ধাওয়া করে একজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে সুধারাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ