প্রতিবেদক ::
রাজধানীর ফার্মগেটের আবাসিক হোটেল সম্রাট থেকে তরুণ ও তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আমিনুল ইসলাম ও মরিয়ম চৌধুরী ঢাকার দুটি প্রতিষ্ঠানের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী। হোটেলের সপ্তম তলার একটি কক্ষের দরজা ভেঙে ওই দুইজনের লাশ উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার ওই দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে ধারণা করছে পুলিশ।
তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উভয়ের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জানান, তারা স্বামী স্ত্রী পরিচয় দিয়ে সোমবার বিকালে হোটেলে ওঠে। মঙ্গলবার দুপুর পর্যন্ত তারা না উঠায় হোটেলের লোকজন ডাকাডাকি করে, কিন্তু কোনো সাড়া না পয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে বিছানায় তাদের লাশ পড়ে থাকতে দেখে।
ওসি জানান, দুজনের ব্যাগ থেকে আইডি কার্ড পাওয়া গেছে। তাতে দেখা গেছে, আমিনুল তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ এবং মরিয়ম ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে পড়েন।