ফরিদপুর সংবাদদাতা ::
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দেলোয়ার মাতুব্বর (৩০) নামে একজন নিহত হয়েছেন।
গতকাল বুধবার রাতে এ সংঘর্ষে আহত হয়েছে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দেলোয়ার মাতুব্বর একই এলাকার মৃত খালেক মাতুব্বরের ছেলে। তিনি স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ছিলেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান এবং স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ১০টার সময় বিজয়ী নৌকা মার্কার সমর্থক শুভ কাজীর সাথে পরাজিত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জামাল মাতুব্বরের কথাকাটাকাটি হয়। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় নৌকা মার্কার সমর্থকদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় আনারস মার্কার সমর্থক দেলোয়ারসহ অনেকে। পরে তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দেলোয়ারকে আজ বৃহস্পতিবার ভোররাতে ফরিদপুরের হাসাপতালে নেওয়ার পথে কানাইপুর নামকস্থানে তিনি মারা যায়।
আহতদের বোয়ালমারী উপজেলা কমপ্লেক্স হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতভর চলা এ সংঘর্ষে উভয় পক্ষের ৩০/৩৫টি বাড়ি ভাঙচুর করা হয়। পরে থানা পুলিশ ও শহর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।