• রবিবার, ১৯ মার্চ ২০২৩, ০৬:১৬ পূর্বাহ্ন

রাজধানী : র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত সদস্য নিহত

Reporter Name / ১০১০ Time View
Update : শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯

ডেস্ক প্রতিবেদক ::

রাজধানীর তেজগাঁওয়ে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার ভোররাতে সাতরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নাইম (৩৫) ও জামাল (৩৮)। র‌্যাবের দাবি নিহতরা ডাকাত দলের সদস্য।

র‌্যাব-২ এর উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল গণমাধ্যমকে জানান, ডাকাত দলের সদস্যরা ডাকাতি করে একটি পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যাচ্ছিল। তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় র‌্যাবের চেকপোস্ট এলাকা অতিক্রম করার সময় তাদের থামতে সংকেত দেওয়া হলে ডাকাত দল র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

র‌্যাবও পাল্টা গুলি ছঁড়লে দুই ডাকাত গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত্যু হয়।

র‌্যাবের কর্মকর্তা আরোও জানান, ঘটনাস্থল থেকে চোরাই গাড়িসহ বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ