সংবাদদাতা ::
বরগুনা তালতলীতে শ্রেণিকক্ষের পলেস্তারা ধ্বসে মানসুরা নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। আহতদের আমতলী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুর সাড়ে বারটার দিকে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকেরিন জাহান জানান, অন্যান্য দিনের মতো শনিবার ক্লাশ করছিল ওই শ্রেণির শিক্ষার্থীরা। এসময় হঠাৎ শ্রেণিকক্ষের উপরের পলেস্তারা ধ্বসে শিক্ষার্থীদের মাথার উপর পড়ে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। পরে শিক্ষকদের সহায়তায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মানসুরাকে মৃত ঘোষণ করে।
আহতরা হলেন, একই শ্রেণির রুমা, সাদিয়া ও ইসমাইল। নিহত মানসুরা গেন্ডামারা এলাকার নজির তালুকদারের মেয়ে।
ওই ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুজ্জামান তনু বলেন, বিদ্যালয়ের ভবনের নির্মান কাজ হয় ২০০২ সালে, এরপর আর সংষ্কার হয়নি। এ ঘটনাটি দুঃখজনক ও হৃদয় বিদারক। এলাকায় একাধিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ। বিষয়টি আমি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। আমলে না নেয়ায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটলো। আমাদের দাবি, দ্রুত ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংষ্কার করা হোক।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র হালদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। হতাহতদের পরিবারে পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।