• শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে সাংবাদিক-পর্যবেক্ষকদের কাজে বাধা দিলে ২-৭ বছরের জেল সৌদিতে দুর্ঘটনায় ১২ বাংলাদেশির মৃত্যুতে প্রবাসী কল্যাণমন্ত্রীর শোক মামলার থাকায় প্রথম আলোর সাংবাদিক গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী নূরে আলম সিদ্দিকী আর নেই উপজেলা চেয়ারম্যানদের ওপর একচ্ছত্র কর্তৃত্ব থাকলো না ইউএনওদের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পদ্মা রেল লিংকের শ্রমিক নিহত ভাঙ্গায় নারীর ক্ষমতায়নে উই প্রকল্পের র‍্যালী ও আলোচনা সভা ভাঙ্গায় মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে র‍্যালী ও আলোচনা সভা ভাঙ্গায় মাঝারদিয়া প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ভাঙ্গায় চতুর্থ পর্যায়ে ঘর পেল ২৬৪টি ভূমিহীন পরিবার

তালতলীতে স্কুল ছাদ ধসে এক শিক্ষার্থী নিহত, পাঁচজন গুরুতর

Reporter Name / ৮১৭ Time View
Update : শনিবার, ৬ এপ্রিল, ২০১৯

সংবাদদাতা ::
বরগুনা তালতলীতে শ্রেণিকক্ষের পলেস্তারা ধ্বসে মানসুরা নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। আহতদের আমতলী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুর সাড়ে বারটার দিকে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকেরিন জাহান জানান, অন্যান্য দিনের মতো শনিবার ক্লাশ করছিল ওই শ্রেণির শিক্ষার্থীরা। এসময় হঠাৎ শ্রেণিকক্ষের উপরের পলেস্তারা ধ্বসে শিক্ষার্থীদের মাথার উপর পড়ে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। পরে শিক্ষকদের সহায়তায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মানসুরাকে মৃত ঘোষণ করে।

আহতরা হলেন, একই শ্রেণির রুমা, সাদিয়া ও ইসমাইল। নিহত মানসুরা গেন্ডামারা এলাকার নজির তালুকদারের মেয়ে।

ওই ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুজ্জামান তনু বলেন, বিদ্যালয়ের ভবনের নির্মান কাজ হয় ২০০২ সালে, এরপর আর সংষ্কার হয়নি। এ ঘটনাটি দুঃখজনক ও হৃদয় বিদারক। এলাকায় একাধিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ। বিষয়টি আমি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। আমলে না নেয়ায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটলো। আমাদের দাবি, দ্রুত ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংষ্কার করা হোক।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র হালদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। হতাহতদের পরিবারে পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ