• মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১১:৫৪ অপরাহ্ন

“দুর্বৃত্তের আগুনে দগ্ধ নুসরাতের অবস্থা আশঙ্কাজনক”

Reporter Name / ২১০৯ Time View
Update : শনিবার, ৬ এপ্রিল, ২০১৯

প্রতিবেদক ::

অধ্যক্ষের বিরুদ্ধে মামলা করায় ফেনীতে আলিম পরীক্ষার্থী নুসরাত জাহানকে (১৮) পরীক্ষা কেন্দ্রে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকালে পরীক্ষা শুরুর মুহূর্তে।

প্রায় ৭০ শতাংশ দগ্ধ অবস্থায় নুসরাতকে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনা ন্যাশনাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের উপদেষ্টা ডা. সামন্ত লাল সেন শনিবার বিকেলে জানান, আপাতত তার সম্পর্কে খুব বেশি কিছু বলা যাচ্ছে না। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি। তবে এটা নিশ্চিত ছাত্রীটির অবস্থা আশঙ্কাজনক।

এদিকে ফেনির সংবাদদাতা জানান,  দগ্ধ ছাত্রীর নুসরাত জাহান রাফি (১৮) সোনাগাজী পৌরসভার চরচান্দিয়া গ্রামের একেএম মুসার মেয়ে। রাফি স্থানীয় একটি মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিচ্ছিল।

জানা যায়, সকাল পৌনে ১০টার দিকে পরীক্ষা দিতে কেন্দ্রে প্রবেশের সময় ইসরাত জাহানকে তার বন্ধুরা ডেকে নেয়।

এসময় ইসরাতকে তার বন্ধুরা জানায়, তার (ইসরাত) এক বান্ধবীকে মাদ্রাসা ছাদে পেটানো হচ্ছে। ইসরাত পরীক্ষা কেন্দ্রের ছাদে গেলে কয়েকজন দুর্বৃত্ত তার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু তাহের জানান, ওই শিক্ষার্থীর শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা গুরুতর। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এর আগে ছাত্রীর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয় হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ