ভাঙ্গা সংবাদদাতা ::
ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রন কার্যক্রমের আওতায় ৬ থেকে ১১ এপ্রিল সারাদেশব্যাপী প্রাথমিক, উচ্চ বিদ্যালয়সহ সকল পর্যায়ের মাদ্রাসা, মক্তব ও এতিমখানা সমূহের ৫ থেকে ১৬ বছরের বয়সী শিশু-কিশোরদের কৃমি নিয়ন্ত্রন ওষুধ সেবন কর্মসূচি হিসাবে ভাঙ্গায় ১৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে কৃমি নিয়ন্ত্রন ওষুধ সেবন করানো হয়েছ আজ।
এউপলক্ষে আজ দুপুর ১২টায় ভাঙ্গা উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃমি নিয়ন্ত্রন ওষুধ সেবন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) আফছানা কাওসার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ খালেদুর রহমান মিয়া, শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, ভাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক ওবায়দুল আলম সম্রাট, প্রধান শিক্ষিকা রুনু সাহা, স্বাস্থ্য পরিদর্শক গোলাম মাওলা, ফেরদৌস মোল্লা প্রমুখ।