সংবাদদাতা ::
ফরিদপুরের ভাঙ্গায় র্যাব-৮ এর একটি দল পৌরসভার ভাঙ্গা বাজারের কয়েকটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমান নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেছে। এসময় পলিথিন রাখার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট ৩টি দোকান মালিককে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আফছানা কাওছার।
ভ্রাম্যমান আদালতে সুত্রে জানা গেছে, আজ দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও র্যাব-৮ ফরিদপুরের একটি দল ভাঙ্গা বাজারের মীম র্যাক্সিন, সম্পা হার্ডওয়ার এবং মায়ের দোয়া প্রতিষ্ঠানে অভিযান চালায়।
এ সময় মায়ের দোয়া স্টোরের দোকানসহ অপর দুটি দোকান ঘরের ৫টি গুদামে তল্লাশি অভিযান চালিয়ে মোট ২৮৩ বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
উদ্ধারকৃত নিষিদ্ধ পলিথিন ভাঙ্গা থানায় পুলিশের কাছে জব্দকৃত মালামাল হিসাবে প্রেরণ করা হয়েছে এবং যথাযথ সময়ে তা আগুনে ভস্মীভূত করা করা হবে জানান ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) আফছানা কাওছার।
সুত্র আরও জানায়, পরিবেশ সংরক্ষণ, পরিবেশগত মান উন্নয়ন এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও প্রশমনকল্পে প্রণীত বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা অনুসারে ভ্রাম্যমান আদালত ৩টি দোকানের মালিককে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে জরিমানা করেন।