• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৪:১২ অপরাহ্ন

সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল কলেজ ছাত্রের

Reporter Name / ৮২১ Time View
Update : রবিবার, ৭ এপ্রিল, ২০১৯

সংবাদদাতা ::

এবার বন্ধুর সাথে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল সানজিদ হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্রের। এই ঘটনায় অপর বন্ধু ফারজিন হোসেন (১৭) গুরুত্বর আহত হয়েছেন। নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে লালমনিএক্সপ্রেসের ধাক্কায় রবিবার বিকালে এই ঘটনাটি ঘটেছে। আহত ফারজিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত সানজিদ উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের শিংসাড়া দমদমা গ্রামের আব্দুল মতিনের ছেলে। আহত ফারজিনের বাড়ি নাটোর ফজলুর রহমানের ছেলে। তারা দু’জনেই আত্রাই আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। ফারজিন স্থানীয় একটি ছাত্রাবাসে থাকতেন।

জানা গেছে, দুই বন্ধু সানজিদ এবং ফারজিন রবিবার বিকালে আত্রাই (আহসানগঞ্জ) রেললাইনে ঘুরতে আসেন। লালমনিহাট থেকে ঢাকা গামী লালমনি এক্সপ্রেস বিকেল সাড়ে ৫টার দিকে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে আসছিল। হঠাৎ করে রেল লাইনের পাশে দাঁড়িয়ে সানজিদ এবং ফারজিন সেলফি তুলতে থাকেন।

এমন সময় লালমনি এক্সপ্রেস ট্রেনের সাথে তাদের ধাক্কা লাগে। ঘটনাটি দেখতে পেয়ে সানজিদ ও ফারজিনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথ মধ্যে সানজিদের মৃত্যু হয়।

আত্রাই থানা ওসি মোবারক হোসেন জানান, সেলফি তোলার সময় এ হতাহতের ঘটনা ঘটেছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

বাংলাদেশ রেলওয়ে জিআরপি সান্তাহার থানার ওসি ইমায়েদি জাহেদি জানান, রেলওয়ে সীমানার মধ্যে আহত হওয়ায় ঘটনা ঘটলেও পরবর্তীতে রেলওয়ে সীমানার বাহিরে মৃত্যু হয়েছে। তাই আত্রাই থানার পুলিশের সাথে কথা হয়েছে। এখন মামলা দায়ের হলে থানায় হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ