সংবাদদাতা ::
সারাদেশের ন্যায় ভাঙ্গায় যথাযথ মর্যাদায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে একটি র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালীর নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ খালেদুর রহমান মিয়া।
র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স অডিটরিয়াম রুমে দিবসটি উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার অমিত কুমার ঘোষ, আলামিন সবুজ, মিজানুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক গোলাম মাওলা ও স্বাস্থ্যসহকারী মাহাবুবুর রহমান প্রমুখ।