ভাঙ্গা সংবাদদাতা ::
ভাঙ্গা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে কালামৃধা ইউনিয়নের রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষকদের নিয়ে মাঠ দিবস পালিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাঙ্গা কৃষি অফিসার সুদর্শন সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার মোল্লা আল মামুন।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মফি মোল্লা, আব্দুল হাই, সাংবাদিক মামুনুর রশিদ, সরোয়ার হোসেন, কৃষি উপ-সহকারী দিলিপ দাস প্রমুখ। এতে সভাপতিত্ব করেন নুরুল হক মেম্বর।
প্রধান অতিথি সুদর্শন সরকার বলেন, সুপার সাইন ২৭৬০ ভুট্টা চাষে গ্রামবাংলার কৃষক ভাইদের মুখে বেশ হাঁসি ফুটিয়ে তুলেছে। বিঘা প্রতি ২৭৬০ ভুট্টা চাষে প্রচুর ফলন হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে শুরু হয়ে ভাঙ্গার কৃষক ভাইদের এই ভুট্টা চাষাবাদের আগ্রহ প্রকাশ থেকে প্রতিয়মান হচ্ছে আগামী দিনে ভুট্টা চাষে ভাঙ্গার মাঠে মাঠে আরও ব্যাপকভাবে বিস্তার লাভ করবে।
তিনি আর বলেন, ভুট্টা চাষ করলে একটি রোগ দেখা দিতে পারে যার নাম ব্লাসট রোগ। ভয় পাওয়ার কিছু এজন্য ভাঙ্গা কৃষি অফিস রয়েছে। আপনাদের সেবার জন্য আমাদের দরজা সব সময় খোলা আছে। মাঠ পর্যায়ের যে কোন কৃষক ভাইদের জন্য আমাদের দরজা খোলা রয়েছে।
কৃষি সম্প্রসারণ অফিসার মোল্লা আল মামুন বলেন, ভুট্টা হচ্ছে একটি প্রযুক্তি। দেশের জন্য ও আমাদের কৃষক ভাইদের জন্য আবিস্কার করা হয়। কৃষি সম্প্রসারণ বিভাগ তার বাস্তবায়নে কাজ করে।
এর আগে কৃষি অফিসার সুদর্শন সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার মোল্লা আল মামুন, উপ-কৃষি অফিসার দিলিপ দাস মাঠে চাষকৃত কয়েকটি ভুট্টা ক্ষেত পরিদর্শন করেন।