সংবাদদাতা ::
ফরিদপুরের ভাঙ্গায় ভূমির উন্নত ও দক্ষ ব্যবস্থাপনা এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিৎ করনের মাধ্যমে জনগনকে ভূমি বিষয়ক সেবা প্রদানকল্পে “ভূমি সেবা সপ্তাহ” ২০১৯ উদ্যাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে ভাঙ্গা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা ভুমি কার্যালয়ে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। র্যালিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশগ্রহন করেন।
সহকারী কমিশনার(ভুমি) মোসাঃ আফছানা কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে (এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ভাঙ্গা থেকে অন্যত্র বদলী) উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুকতাদিরুল আহমেদ,উপজেলা প্রকৌশলী প্রদ্বীপ কুমার মিত্র, নির্বাচন অফিসার মঞ্জুরুল আলম, আনসার ভিডিপি কমান্ডার সাইদুর রহমান, ভাঙ্গা পাইলট্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন, উপজেলা ভূমি অফিস সহকারী মোঃ সেলিমুজ্জামান, ভাঙ্গা উপজেলা টেলিভিশন ও অনলাইন ফোরামের সভাপতি মোঃ সরোয়ার হোসেন, সাংবাদিক এ.টি,এম ফরহাদ নান্নু প্রমুখ।