• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৩:৪৫ অপরাহ্ন

ভাঙ্গায় মুজিবনগর দিবস ও পহেলা বৈশাখ পালনে প্রস্তুতি সভা

Reporter Name / ১০৭৯ Time View
Update : বুধবার, ১০ এপ্রিল, ২০১৯

সংবাদদাতা ::

আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস ও ১৪ এপ্রিল বাংলা শুভ নববর্ষ বঙ্গাব্দ ১৪২৬ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা আজ উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১টায় প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মূকতাদিরুল আহমেদ।

আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতি সভা থেকে দিবসটি পালনের লক্ষে ভাঙ্গা উপজেলা প্রশাসন থেকে র‍্যালী, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ভিডিও চিত্র প্রদর্শন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

অপরদিকে পহেলা বৈশাখ উদযাপন করতে র‍্যালী, মেলা,ঘুড়ি উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, পান্তাভাতসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে।

এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার চেয়রম্যান শাহাদাৎ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আফছানা কাওসার, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ছরোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ খালেদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আকরামুজ্জামান রাজা, ওসি তদন্ত নিখিল অধিকারী, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন, যুব উন্নয়ন অফিসার মোজাফফর হোসেন, কাজী সামসুন্নেসা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার দাস, প্রকৌশলী প্রদীপ কুমার মিত্র, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ জামশেদ, উপজেলা প্রানী সম্পদ অফিসার মনমথ কুমার সাহা, ইন্সট্রাক্টর অনিতা দত্ত,ভাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওবায়দুল আলম সম্রাট প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ