সংবাদদাতা ::
মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় তদন্তে সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
ফেনী জেলার পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার সাংবাদিকদের বিষযটি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে এ পর্যন্ত মামলাটি তদন্তে সন্তোষজনক অগ্রগতি না হওয়ার সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেনকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে তাকে কোথায় সংযুক্ত করা হয়েছে সে ব্যাপারে কিছু বলেননি জেলার এই শীর্ষ পুলিশ কর্মকর্তা।