ডেস্ক প্রতিবেদক ::
গোপন দলিলপত্র ফাঁস করে দিয়ে আলোচিত হওয়া ওয়েবসাইট উইকিলিকসের সহ-প্রতিষ্ঠাতা জুলিয়ান আসঞ্জকে ব্রিটেনের পুলিশ গ্রেফতার করেছে। খবর সুত্র বিবিসি বাংলা।
বিবিসি বাংলা জানায়, তিনি লন্ডনের একুয়েডর দূতাবাসে সাত বছর ধরে লুকিয়ে ছিলেন।
একুয়েডরের রাষ্ট্রপতি লেনিন মোরেনো বলেছেন, তাঁর ভাষায়, আন্তর্জাতিক কনভেনশন বার বার লঙ্ঘন করার জন্য মি. আসঞ্জ-এর আশ্রয় প্রত্যাহার করে নেয়া হয়েছে।
মি. আসঞ্জ-এর বিরুদ্ধে ২০১০ সালে সুইডেনে দু’জন মহিলাকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা ছিল, কিন্তু তা পরবর্তীতে প্রত্যাহার করে নেয়া নয়। মি. আসঞ্জ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।
লন্ডন পুলিশ বলছে, মি. আসঞ্জকে আদালতে আত্মসমর্পণ করতে ব্যর্থ হওয়ার কারণে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত আসছে।