ভাঙ্গা সংবাদদাতা ::
ভাঙ্গায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে অভিযান চালিয়ে পৌরসভার বেশ কয়েকটি মৎস্য আড়ত থেকে বিপুল পরিমাণ জাটকা জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস।
উপজেলা মৎস্য অফিসার দেবলা চক্রবর্তী সাংবাদিকদের জানান, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আনসার ব্যাটলিয়ন, উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস কর্মচারীদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় আড়তের দুটি দোকান ঘরের কাঠের বাক্সর ভিতরে লুকিয়ে রাখা তিন ড্রামের থেকে ১৬০ কেজি ঝাটকা জব্দ করা হয়।
তিনি আর জানান, পরে জব্দকৃত জাটকা দুটি মন্দির ও ৩২টি মাদ্রাসার এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মূকতাদিরুল আহমেদ, জেলা মৎস্য অফিসার মনিরুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।