ডেস্ক প্রতিবেদক ::
পাকিস্তানে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো অনেকে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এএফপি’র।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমে কোয়েটা শহরের এক ফলের বাজারে এ বিস্ফোরণ ঘটে। এ হামলার দায় এখন পর্যন্ত কোন সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি।
ডিআইজি পুলিশ অফিসার আব্দুল রাজ্জাক চীমা এএফপি কে বলেন, আমরা ১৪ জনের লাশ ও এতে আহত ১৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, ঘটনাস্থলের পাশে শিয়া মুসলিম সম্প্রদায়ের বসবাস।
পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা, নিহত ১৬
বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী জাম কামাল খান হামলার নিন্দা জানিয়ে বলেন, মানবতার শত্রুরাই এমন সন্ত্রাসী হামলার পেছনে দায়ী।