ভাঙ্গা সংবাদদাতা ::
ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনের নানা আয়োজনে চলছে বাংলা বর্ষবরণ ১৪২৬। সকালে উপজেলা প্রশাসননের উদ্যোগে বিশাল এক মঙ্গল শোভা যাত্রা বের করা হয়।
মঙ্গল শোভা যাত্রায় উপজেলা নির্বাহী অফিসার মূকতাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল গাজী রবিউল ইসলাম, অফিসারইনচার্জ কাজী সাইদুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, ভাঙ্গা সরকারি পাইলট, কাজী সামসুন্নেসা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা, গণমুখী সঙ্গীত চেতনার বাহক উদীচী শিল্পী ভাঙ্গা শাখাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও বাঙ্গালী ঐতিহ্যধারণের সকল স্তরের জনতা অংশ গ্রহণ করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা পরিষদ কলনী চত্বরের আম বাগানে বৈশাখী বরণ সঙ্গীত পরিবেশনা। ভাঙ্গা উপজেলা শিল্পকলার শিল্পীরা সঙ্গীত পরিবেশন করছেন। আম বাগানে বৈশাখী বরণ সঙ্গীত পরিবেশনার পাশাপাশি চলছে বৈশাখী মেলা।