• মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৩:২৭ অপরাহ্ন

অমনোযোগী ও অসাবধানতার জন্য করোনা সংক্রমণ বাড়ছে’

Reporter Name / ৩১৬ Time View
Update : রবিবার, ১১ জুলাই, ২০২১

অসাবধানতার জন্য করোনা সংক্রমণ বাড়ছে, তাই নিজের সুরক্ষার জন্য হলেও সঠিকভাবে মাস্ক পরিধান নিশ্চিতের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রবিবার (১১ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,  ‘মানুষ সাবধানী নয় এবং সবার মধ্যে একটি গা ছাড়া ভাব। অসবার মধ্যে অবহেলা, রাস্তায় তাকালেই দেখা যায় ৫০ শতাংশ মানুষ এখন মাস্ক পরেছে, সচেতনতা নেই। শহর, গ্রাম এমনকি ঢাকাতেও সবার মধ্যে একটা গা ছাড়া ভাব।’

ভ্যাকসিন নিয়ে সংকট নেই। এ নিয়ে যারা হাহাকার করে তারা রাজনীতি করছে বলে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, যারা সমারোচনা করেন, তাদের দায়িত্ব নেই? তারাও তো প্রচারণা করতে পারেন সচেতনতা বৃদ্ধির জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ