লিড-নিউজ দক্ষিণাঞ্চল অফিস :: ফরিদপুরের ভাঙ্গা বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অনুমোদনহীন দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে।
গতকাল শনিবার (৫ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে অনুমোদন না থাকায় সিটি ডায়াগনস্টিক ও জমজম ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করেন। এর আগে আরও বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিম উদ্দিন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মহাসিন ফকির বলেন, স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করার লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিম উদ্দিন বলেন, চিকিৎসা সেবার অনুমোদন নেই এবং মান সম্মত নয় এধরনের প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন। আজকে দুইটি হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।