ক্রীড়া ডেস্ক :: ওমানে মেয়েদের জিসিসি টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে সৌদি আরব ও বাহরাইনের ম্যাচে দুটি বিশ্ব রেকর্ড হয়ে গেল। মঙ্গলবার (২২ মার্চ) আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে ওমানের রানবন্যায় ভেসে যায় সৌদি আরব, যাতে অবদান রেখে রেকর্ড গড়েছেন বাহরাইনের অধিনায়ক দীপিকা রাসাঙ্গিকা।
সৌদি আরবের বিপক্ষে আগে ব্যাট করে বাহরাইন করে ১ উইকেটে ৩১৮ রান। যা মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। তারা পেছনে ফেলেছে উগান্ডার ২ উইকেটে ৩১৪ রানের কীর্তিকে।
এদিকে দীপিকা ৬৬ বলে ৩১ চারে অপরাজিত ছিলেন ১৬১ রান। মেয়েদের টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে দেড়শ ছাড়ানো স্কোর করেন শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা এই ব্যাটসম্যান। ২০১৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান অ্যালিসা হিলির (১৪৮*) রেকর্ড ভেঙেছেন ৩৮ বছর বয়সী বাঁহাতি ব্যাটসমান দীপিকা।
বাহরাইন সৌদি আরবকে ৮ উইকেটে ৪৯ রানে থামিয়ে ২৬৯ রানের বিশাল জয় পেয়েছে। মেয়েদের টি-টোয়েন্টিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়।
আশ্চর্যের ব্যাপার হলো, বাহরাইনের ৩১৮ রানের ইনিংসে নেই একটিও ছয়। রেকর্ড ৫০টি চার এসেছে, আগের সর্বোচ্চ বাউন্ডারি ছিল ৩৪টি।
আরো রেকর্ড ভেঙেছে বাহরাইন। প্রতি উইকেটে গড় (৩১৮/১) রানের রেকর্ড এখন তাদের দখলে। আগের কীর্তি ছিল মালির বিপক্ষে তাঞ্জানিয়ার (২৮৫/১)।
সম্পন্ন হওয়া ইনিংসে সর্বোচ্চ নেট রান রেটের (১৫.৯) রেকর্ডও তাদের দখলে। এছাড়া দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ ২৫৫ রানের জুটি গড়েছেন থারাঙ্গা গাজানায়েকে ও দীপিকা।