লিড-নিউজ দক্ষিণাঞ্চল অফিস :: আগামী ১৫ থেকে ২১ জুন সারাদেশে জনশুমারি গৃহগণনা উপলক্ষে আজ ফরিদপুরের ভাঙ্গায় জনশুমারি ও গৃহগণনা জরিপ কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা উপজেলা পরিসংখ্যান অফিস ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়ামের সেমিনার কক্ষে এই অবহিতকরণ সভার আয়োজন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান।
এসময় বক্তব্য রাখেন এসএম মোস্তাফিজুর রহমান সহকারী কমিশনার (ভূমি), উপজেলা পরিসংখ্যান অফিসার মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান রেজাউল হাস্নাত দুদু, মোঃ খোকন মিয়া, মুনসুর আহমেদ প্রমুখ।
জনশুমারি ও গৃহগণনা জরিপ কমিটির অবহিতকরণ সভার সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন।