নিজস্ব প্রতিবেদক :: ‘‘নিরপেক্ষ সাংবাদিকতায় আগামী প্রজন্মের প্রতিধ্বনি’-এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় তরুণ ও প্রবীণ সাংবাদিকদের সমন্বয়ে “ভাঙ্গা সাংবাদিক ঐক্য ফোরাম”এর প্রস্তুতি সভার মধ্য দিয়ে আত্ম প্রকাশ করেছে ভাঙ্গা সাংবাদিক ঐক্য ফোরাম।
বুধবার রাতে সংগঠনের নিজস্ব কার্যালয়ে সাংবাদিক ওবায়দুল আলম সম্রাটের সভাপতিত্বে এসময় উপস্থিত ও বক্তব্য রাখেন, সাংবাদিক এটিএম ফরহাদ নান্নু, অজয় দাস, সরোয়ার হোসেন, শাহাদাত হোসেন, নজরুল ইসলাম, ইসমাইল মুন্সী, নাসির উদ্দিন লিওন, রাহাত বেগ, আশীকুজ্জামান, লিয়াকত কাজী, জামাল উদ্দিন, জোব্বায়ের পারভেজ শোভন, রিফাত বিন আতিক, তাইবুর রহমান, মাসুম অর রশিদ, মাহমুদুল হক বাহার, সুমন মালাকার, মহি উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক মামুনুর রশিদ।
প্রস্তুতি সভা শেষে ওবায়দুল আলম সম্রাটকে আহ্বায়ক, এটিএম ফরহাদ নান্নু, ইসমাইল মুন্সীকে যুগ্ন আহ্বায়ক ও শাহাদাৎ হোসেনকে “ভাঙ্গা সাংবাদিক ঐক্য ফোরাম” সদস্য সচিব করা হয়।