নিজস্ব প্রতিবেদক :: নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামে সনাতনধর্মী হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা, মন্দির ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গা সাংবাদিক ঐক্য ফোরাম ও সচেতন নাগরিক সমাজ এর উদ্দেগে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেছেন-বাংলাদেশের মানুষ পরস্পরে সকল ধর্মের প্রতি যে সম্পৃক্ততার বন্ধনের শক্তিকে এগিয়ে চলেছে কোন অপশক্তি এর বিনাস করতে পারবে না।
মঙ্গলবার সকালে ভাঙ্গা চৌকি আদালতের সামনে ভাঙ্গা সাংবাদিক ঐক্য ফোরাম এর আহ্বায়ক সিনিয়র সাংবাদিক ওবায়দুল আলম সম্রাটের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সুধীন সরকার মঙ্গল, সরকারী আইনজীবী একরাম আলী শিকদার, কেএম কলেজের অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জগদীশ মালো, সাংবাদিক মামুনুর রশীদ, অজয় দাস, দিলিপ দাস, রনজিত রায়, প্রভাস মালো প্রমুখ।