• মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৩:৩৫ অপরাহ্ন

বেড়েছে সোনার দাম

Reporter Name / ১৫৫ Time View
Update : বুধবার, ২৭ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদক :: প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৩৪১ টাকা বেড়েছে। এছাড়া, এখন থেকে প্রতি ভরি সোনার অলঙ্কার কেনার সময় ক্রেতার কাছ থেকে মজুরি হিসেবে ৩ হাজার ৪৯৯ টাকা অতিরিক্ত নেওয়া হবে।

মঙ্গলবার (২৬ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান এম এ হান্নান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (২৭ জুলাই) থেকে সারা দেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ পড়বে ৭৮ হাজার ৫৫৭ টাকা। ২১ ক্যারেটের সোনা প্রতি ভরি ৭৫ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৬৪ হাজার ২৬৯ টাকা। তবে সনাতন পদ্ধতির সোনার দাম অপরিবর্তিত আছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৫২ হাজার ৭২১ টাকা।

সোনার বর্তমান দাম, ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ৭৭ হাজার ২১৬ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি ৭৩ হাজার ৭১৬ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৩ হাজার ২১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫২ হাজার ৭২১ টাকা।

এদিকে, রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ