নিজস্ব প্রতিবেদক :: ফরিদপুরের ভাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলামের বিরুদ্ধে একটি দৈনিক পত্রিকায় দুর্নীতির প্রমাণেও পদ নড়ে না প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ভাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।
আজ সকালে উপজেলার ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত প্রতিবাদ ও সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেন, দৈনিক সমকাল পত্রিকায় ৩০ জুলাই প্রকাশিত সংবাদটি শিক্ষক সমিতির দৃষ্টিগোচর হওয়ার পর দেখা গেছে সরকারি একজন কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশিত খবরের কোন ভিত্তি বা সত্যতা নেই। আমরা প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ভাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মণির হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, জসিম উদ্দিন, দিলিপ দাস,মঞ্জুরানী সাহা, সঞ্জয় দাস প্রমুখ।