নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর মহাখালীতে বিকাশ পরিবহনের বাসের ধাক্কায় দায়িত্বরত অবস্থায় ট্রাফিক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল আজিজ মোল্লার মৃত্যুর মামলায় চালক সুজনকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) শাহীন আলম আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আসামির পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে সুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বনানী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক আলমগীর হোসেন এসব তথ্য জানিয়েছেন।
নিহত আবদুল আজিজ গুলশান ট্রাফিক বিভাগের মহাখালী জোনে কর্মরত ছিলেন।