• বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩, ১২:৫৬ অপরাহ্ন

ভাঙ্গা মাদানী নগর কবর স্থান পরিচালনার নতুন কমিটি গঠন

Reporter Name / ১৪১ Time View
Update : বুধবার, ১২ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদক :: ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ঐতিয্যবাহী দারুল উলুম মাদানি নগর মাদ্রসা কবর স্থান পরিচালনার নতুন কমিটি গঠন করা হয়েছে।

গত শনিবার দুপুরে মাদ্রসা ভবনে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে সম্মিলিত প্রয়াসে কামাল আহমেদকে সভাপতি ও এ্যাপলো নওরোজকে সাধারণ সম্পাদক ও মিঠুকে কোষাধক্ষ্য করে নতুন কমিটি গঠন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মাদানী নগর মাদ্রাসার মোহতামিম মাওলানা আহমেদ মাসরুর, মিজানুর রহমান পান্না, শাফিনুর হাসান নান্নু, কাশেম মোল্লা, সাংবাদিক মামুনুর রশিদ, মুন্সী মনিরুজ্জামান, সয়দ রুখসান, সাইদুল ইসলাম, খালেদ হাসান, সাইফুল ইসলাম সোহাগ, সাংবাদিক তাইবুর রহমান, শাহাদাৎ হোসেন, রুমান মাতুব্বর প্রমুখ।

উল্লেখ্য ১৯৯৫ সালে ভাঙ্গা দারুল উলুম মাদানী নগর মাদ্রাসা ও এতিমখানাটি স্থাপিত হওয়ার পর থেকে ইসলামের আলোয়ে আলোকিত একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করায় ভাঙ্গাসহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার অভিভাবকেরা নিজেদের সন্তানদের এবং মাদানী নগর মাদ্রাসার মোহতামিম মাওলানা আহমেদ মাসরুর এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এতিম শিশুদের এলেম শিক্ষা দানে ব্যাপক ভূমিকা পালন করে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ